আগামীকাল টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। অনেকটা অঘোষিত ফাইনাল বলা হচ্ছে আগামীকালের ম্যাচকে। কেননা প্রথম টি-টোয়েন্টিতে শোচনীয় হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে রেকর্ড গড়ে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে দেশের মাটিতে সর্বোচ্চ স্কোর ও উইন্ডিজের সাথে সর্বোচ্চ ব্যবধানের টি-টোয়েন্টি জয়।
এছাড়া এই ম্যাচের মাধ্যমে অধিনায়ক সাকিব আল হাসান গড়েছেন অনেকগুলো রেকর্ড।
সবকিছু ছাপিয়ে তিন ম্যাচ সিরিজের দুইম্যাচে ১-১ ব্যবধানের সমতা থাকায় শেষ ম্যাচটি অঘোষিত ফাইনাল হিসেবেই রুপ নিয়েছে। এই ম্যাচে যে দল জিতবে তারাই সিরিজ জয়ের মুকুট পড়বে।
ম্যাচের আগের দিন রাতে অধিনায়ক সাকিব আল হাসানের ফেসবুক পেজে একটি বার্তা দেয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘সিরিজ নির্ধারনী ম্যাচে টি-টুয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে জয় তুলে নিতে প্রস্তুত টাইগার বাহিনী।