ব্রেকিং নিউজ

মাহমুদউল্লাহর যে ভুল কৌশলটা ধরিয়ে দিলেন সাকিব

গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের ২য় টি-২০ ম্যাচে ১২ বল আর ১০ রানের মধ্যে তখন তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। দুই সেট ব্যাটসম্যান সৌম্য সরকার ও লিটন দাসের সঙ্গে ফিরে গেছেন মুশফিকুর রহিমও। এমন সময়ে উইকেটে এসেই মুখোমুখি প্রথম তিন বলে মাহমুদউল্লাহ হাঁকালেন তিনটি চার।

সাকিব আল হাসান মনে করেন, মাহমুদউল্লাহর এভাবেই ব্যাটিং করা উচিত- শুরু থেকেই আক্রমণ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃহস্পতিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব ম্যাচ শেষে মাহমুদউল্লাহর ব্যাটিং নিয়ে বলেন, ‘রিয়াদ ভাই তখনই ভালো করে যখন উনি এরকম পজেটিভ ফ্রেম অব মাইন্ডে থাকে।

উনি কিছু কিছু সময় আছে, আমার ব্যক্তিগত ধারণা ভুলও হতে পারে, ঠিকও হতে পারে। উনি ইনিংস বিল্ড করার চেষ্টা করে। আমার মনে হয় এটা ভুল কৌশল উনার। এই পথটাই (মেরে খেলা) ওনার জন্য বেশি উপযুক্ত, বিশেষ করে টি-টোয়েন্টিতে। ওয়ানডেতেও।

গত বছর কার্ডিফে চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক জয়ের ম্যাচের উদাহরণ টেনে এনে সাকিব বলেন, ‘কার্ডিফের ইনিংসটা যদি দেখেন উনি কিন্তু কিন্তু সময় নেয়নি, উনি প্রথমে আক্রমণ করেছে। আমার কাছে মনে হয় উনার এই অ্যাপ্রোচ ছোট সংস্করণের জন্য অনেক ভালো।

এমনকি টেস্টেও যদি প্রথমে মারতে পারে উনার জন্য যেটা হয় উনার শরীর চলা শুরু হয়ে যায়, ফিট মুভমেন্ট ভালো হয়ে যায়। সাধারণ এসব জায়গায় ইনিংসটা উনি বড় করতে পারে। আমি মনে করি উনার এটা ঠিক অ্যাপ্রোচ।

Leave a Reply