ব্রেকিং নিউজ

নৌকায় উঠলেন ধানের শীষের হাজারো নেতাকর্মী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মাগুরা, রাজশাহী ও মৌলভীবাজারে বিএনপির দেড় হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর:

মাগুরার শ্রীপুরে উপজেলা ছাত্রদলের সভাপতিসহ পাঁচ শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মাগুরা-১ আসনের আওয়ামী লীগ এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের হাতে ফুলের তোড়া দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন।

যোগদান কর্মসূচির নেতৃত্বে ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি এম. বাবুল মিয়া, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শ্রীপুর সরকারি কলেজ শাখার সভাপতি অন্তর খলিফা ও শ্রীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সামছুজ্জমান নাদের, স্থানীয় ইউপি সদস্য আওয়াল শেখ প্রমুখ।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, মাগুরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রাসেদ মোহাম্মদ শাহীন, ঢাকা উত্তর কৃষকলীগের সভাপতি মাকসুদুর রহমান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে উপজেলা ছাত্রদলের সভাপতি এম. বাবুল মিয়া জানান, তিনি ১৮ বছর যাবত উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছাত্রদলের দায়িত্বে থাকা অবস্থায় তিনি ও তার সমর্থকরা সামাজিক বিভিন্ন দলে অন্তর্ভুক্ত হয়ে গ্রাম্য-সংঘর্ষসহ বিভিন্ন মামলায় জড়িয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন। কিন্তু বিপদের সময় দল তার পাশে দাঁড়ায়নি। অন্যদিকে, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্যক্রমে মুগ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আসন্ন সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরে পক্ষে কাজ করার সিদ্ধান্ত নেন।

এদিকে ভোটের আগে রাজশাহীর পবায় বিএনপি ছাড়লেন এক হাজারের বেশী নেতাকর্মী। শুক্রবার বিকেলে হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মফিদুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে তারা ক্ষমতাসীন দল আওয়ামী লীগে যোগদান করেন। আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। মফিদুল ইসলাম বাচ্চু বিএনপির মনোনয়নে হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি পবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ইয়াছিল আলী জানান, শুক্রবার বিকালে হরিয়ান আশরাফের মোড়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যন মফিদুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে এক হাজারের বেশী বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের যোগদান করেছেন। সেখানে ফুলের মালা পড়িয়ে তাদের বরণ করে নেয়া হয়েছে।

আওয়ামী লীগে যোগ দেয়া বিএনপির নেতাদের মধ্যে মফিদুল ইসলাম বাচ্চুসহ ছয়জন জনপ্রতিনিধি। এরা হলেন, হরিয়ান ইউনিয়নের সদস্য ও বিএনপি নেতা রফিকুল ইসলাম, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম এবং মহিলা সদস্য ও বিএনপি নেত্রী রেশমা বেগম ও রাশেদা বেগম।

যোগদান অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু বলেন, সারাদেশের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তৃণমুলে পর্যাপ্ত অনুদান এবং সাধারণ মানুষের উন্নয়নে শেখ হাসিনার যুগ-উপযোগি পদক্ষেপ আমাদের ভাল লেগেছে। আমি বিশ্বাস করি আবারো নৌকা প্রতীক বিজয়ী হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে।

তিনি বলেন, আমরা সন্ত্রাস পছন্দ করি না। কিন্তু আমাদেরকে পেট্রোল বোমা মেরে মানুষ খুনের অপবাদ শুনতে হয়। আমরা আর সন্ত্রাস চাই না। সন্ত্রাসী দলে থাকতেও চাই না।

বাচ্চু বলেন, আমার এলাকার উন্নয়ন চাই, আমরা মানুষের সেবা করতে চাই, সামনের দিকে এগিয়ে যেতে চাই। যা শুধুমাত্র আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিতে পারে মানুষের উন্নয়ন করতে পারে বলে আমি বিশ্বাস করি। তাই আমরা আজ বিএনপি ছাড়লাম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে চাই।

হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ইয়াছিল আলীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেবর আলী, সিনিয়র সহ-সভাপতি ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ পলাশ, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক, আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারদিন।

যোগদান অনুষ্ঠান শেষে নৌকার পক্ষে বিশাল প্রচার মিছিল বের করা হয়। প্রচার মিছিলটি হরিয়ান ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ ও কয়েকটি পথসভা করে নৌকার পক্ষে ভোট চান তারা।

অন্যদিকে মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী জনসভায় বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। এরা হলো বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মী। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনী জনসভায় আওয়ামী লীগের জেলা সভাপতি ও নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেছার আহমদের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন এসব নেতাকর্মী।

রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন- মৌলভীবাজর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।

আ’লীগে যোগদান করেন- কামারচাক ইউনিয়ন যুবদলের সভাপতি আলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক আরজদ মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক শিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক লকুছ মিয়া, বিএনপি নেতা আব্দুল আলী, লেবু মিয়া ও সেচ্ছাসেবক দলের নেতা বাদশা মিয়া ছাড়াও নেতৃত্বে শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বশারত আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা তাতীলীগের যুগ্ম আহবায়ক লিয়াকত আলী, ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান রনি, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আকমল হোসেন প্রমুখ।

জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ সদ্য আওয়ামী লীগে যোগ দেয়া বিএনপি নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন-বিএনপির প্রতি নিজের দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের আস্থা নেই। তারা জনগণের জন্য রাজনীতি করছে না। তাই দলে দলে তাদের নেতাকর্মী পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। অতীতের ভুল শুধরে তাদের নেতাকর্মীরা অসহায় ও মেহনতি জনগণের প্রিয় আওয়ামী লীগে যোগ দিচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগে যোগ দিয়ে তারা জনগণের কল্যাণে কাজ করবে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজের চিত্র জনগণের কাছে তুলে ধরবে বলে প্রত্যাশা করি।

Leave a Reply