ব্রেকিং নিউজ

নূর মোহাম্মদের কাছে দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থীর খোলা চিঠি

আতিকুর রহমান কাযিন,স্টাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জ-২ আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী পুলিশে সাবেক আইজিপি,রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদের কাছে খোলা চিঠি পাঠিয়েছেন দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী। আচমিতা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সাদ বিন আকবর তার খোলা চিঠিতে পুলিশে সাবেক আইজিপি,রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদকে নির্বাচনে জয়লাভ করতে পারলে কটিয়াদীতে একটি শিশু পার্ক তৈরি করে দেওয়ার আহ্বান জানান। এই খোলা চিটির মাধ্যমে শিক্ষার্থী একটি প্রস্তাব তুলে ধরেন। জনগণের কন্ঠ ডট কমের পাঠকদের সুবির্ধাত্ত্বে সাদ বিন আকবর এর খোলা চিটি হুবুহু তুলে ধরা হল-

প্রিয় স্যার,
প্রথমেই আমার সালাম নিবেন। আপনি আমার প্রিয় স্যার। আমার খুব ইচ্ছে আপনাকে একটি ভোট দিতে,কিন্তু আমি দিতে পারব না। কারণ,আমি ছোট। দোয়া করি আপনি নির্বাচনে জয়লাভ করেন। আমি নিজের হাতে অনেক গুলো কাগজের নৌকা তৈরি করেছি। সেগুলো বাড়িতে লাগিয়েছি। আপনার কাছে আমার একটি আবদার সেটি হলো আমাদের কথা চিন্তা করে কটিয়াদীতে একটি শিশু পার্ক স্থাপন করে দিবেন। দোয়া করবেন আমি আপনার মতো বড় হতে চাই। আজ আর নয়।

স্যার, আপনার চেয়ে এই এলাকার নিরাপত্তার বিষয়ে ভাল কে জানে? আপনার কাছে আমার এই প্রস্তাবটি‘ মায়ের কাছে মামা বাড়ীর গল্প’ এর মত। আমরা আশা করি আপনি নির্বাচিত হতে পারলে আমাদের এই প্রস্তাবটি এই প্রত্যাশাটি পূরণ করবেন। আপনি আমাদের মনে বেঁচে থাকবেন অমর হয়ে। আর এই অঞ্চলের দু:খী মানুষের মুখে ফুটাবেন হাসি। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করছি।

Leave a Reply