বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের শেষ টি-টুয়েন্টিতে ৩৬ রানের ব্যবধানে হেরেছে উইন্ডিজ। আগে ব্যাট করে ২১১ রানের বড় সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে উইন্ডিজ গুটিয়ে গেছে ১৭৫ রানে।ম্যাচ শেষে উইন্ডিজ দলপতি কার্লোস ব্রাথওয়েট জানিয়েছেন এই পিচে বাংলাদেশের সংগ্রহ ১০-১৫ রান কম হলে বেশ ভালো হতো। তবে বাংলাদেশকে ভালো খেলার কৃতিত্ব দিয়েছেন ক্যারিবিয়ান দলপতি।সাকিবের প্রশংসা করতেও ভুলেননি তিনি।
‘সম্ভবত এই পিচে ১০-১৫ রান কম হলে ভালো হতো। আমরা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছে। আমরা সবসময়ই নিজেদের উজার করে দিতে চেয়েছিলাম। এই জায়গাটায় আমাদের শেখার সুযোগ আছে।’
বাংলাদেশ নিজেদের ইনিংসের শুরুতে ঝড়ো গতিতে রান তুলেছে। পাওয়ার প্লের ৬ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ছিল ১ উইকেট হারিয়ে ৬১ রান। ব্রাথওয়েট মনে করেন এই জায়গাতেই পিছিয়ে গিয়েছে উইন্ডিজ দল।’প্রথম ৬ ওভার আমরা সঠিক ভাবে কাজে লাগাতে পারিনি। তাই রান তাড়া করা কঠিন হয়ে গেছে, বাংলাদেশকে ভালো খেলার জন্য কৃতিত্ব দিতে হবে। আমরা যেভাবে বল করতে চেয়েছিলাম আমরা সেভাবে করতে পারিনি।’
উইন্ডিজ দলপতি ১০-১৫ রানের আক্ষেপ করলেও, তাঁর দল টাইগারদের চেয়ে ৩৬ রানে পিছিয়ে ছিল ম্যাচ শেষে। ফলে, বলাই যায় ১০-১৫ রান কম হলেও উইন্ডিজের লক্ষ্য তাড়া করাটা সহজ হতো না।
সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করলো বাংলাদেশ দল। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই আজ যেন নিজেদের সেরাটা ইতিহাসের বিশ্বসেরা অলরাউন্ডার। প্রথমে ব্যাট হাতে ২৬ বলে ৪২ রানের চমৎকার একটি ইনিংস খেলেন সাকিব আল হাসান।
এরপর বোলিংয়ে নেমে ৪ ওভারে ২১ রানের বিনিময় তুলে নিলেন ৫ টি উইকেট। আর এই পাঁচ উইকেট নিয়ে টেনে ছুড়ে ফেললেন ওমর গুল এবং সাঈদ আজমলকে। ৮৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় তৃতীয় নম্বরে রয়েছেন সাকিব। সাকিব আল হাসান এর উপরে রয়েছেন লাথিস মালিঙ্গা (৯২) এবং শাহিদ আফ্রিদি ( ৯৮)।
সেই সাথে আরেকটি রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটেই ৫ উইকেট নিলেন সাকিব। এর আগে এমন কৃতিত্ব নেই বাংলাদেশ জাতীয় দলের আর কোন ক্রিকেটারের।