দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। রেকর্ড গড়া এ জয়ে অধিনায়ক সাকিব আল হাসান পেয়েছেন পাঁচ উইকেট। বাংলাদেশ জিতেছে ৩৬ রানে, ফলে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ।
ম্যাচ জয়ের পর সাকিব আল হাসান জানিয়েছেন, মোমেন্টাম ধরে রাখতে পারায় জয় পেয়েছে দল। সাকিবের ভাষায়, ‘আপনি যদি টি-টুয়েন্টি জিততে চান তবে আপনাকে মোমেন্টাম ধরে রাখতে হবে, বোলিং ব্যাটিং দুই বিভাগেই। সৌভাগ্যক্রমে আমরা দ্রুত মোমেন্টাম পেয়েছিলাম এবং আমরা এটা ধরে রেখে ২০০ রান করতে সক্ষম হয়েছি এই উইকেটে। এটা বল করার জন্য সহজ পিচ নয়। সবশেষ এটা একটি দলগত প্রচেষ্টা।’
কৃতিত্ব দিয়ে তিনি বলেন, ‘লিটন দারুণ কিছু শট খেলেছে। মাহমুদুল্লাহ যেভাবে খেলাটা শেষ করেছে অসাধারণ। আমি মনে করি কুয়াশার মধ্যেও বল হাতে দারুণ ভালো বল করেছে মেহেদী। আমরা জানি আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলছি। তারা বিশ্বের যে কারোর চেয়ে ভালো জানে টি-টুয়েন্টিটাকে। আমাদের ছেলেরা সঠিক ভাবে জানে তাদের কি করতে হবে এবং আমরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’