ষষ্ঠ দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি এবার টাইগারদের সামনে। সেই লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নির্ধারণী ম্যাচে শনিবার মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি হবে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৫টায়।
এই সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হারলেও, দ্বিতীয় টি-টোয়েন্টির দাপুটের সঙ্গে জয় তুলে নেয় স্বাগতিকরা।
টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের সঙ্গে বছরের শুরুতে একই পরিস্থিতিতে ক্যারিবীয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্মৃতি বাড়তি উদ্যম হয়ে কাজ করবে সাকিবদের। অন্যদিকে স্বাগতিক দলের সমর্থকদের পাশাপাশি এ ফরম্যাটের সাম্প্রতিক সময়ের বাজে ফর্ম কিছুটা হলেও আত্মবিশ্বাসে চিড় ধরাবে সফরকারীদের।
তবে নিশ্চিতভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ নিজেদের করে নেয়ার সর্বোচ্চ চেষ্ঠা থাকবে সফরকারীদের। শেষ পর্যন্ত যদি ক্যারিবীয়ানদের হারিয়ে সিরিজ জিততে সক্ষম হয় বাংলাদেশ, তাহলে প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক লড়াইয়ে সবকয়টি ফরম্যাটের সিরিজ জয়ের রেকর্ড গড়বে টিম টাইগাররা।
সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টি ম্যাচের উইকেটেও স্পিনাররা পেতে পারেন বাড়তি সুবিধা। সন্ধ্যার পর শিশিরের প্রভাব নিশ্চিতভাবে দেখা যাবে ম্যাচে। যার ফলে টস জিতে প্রথমে বল করার দিকে নজর থাকবে উভয় দলের।
প্রথম দুই ম্যাচের মতো সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতেও তিন পেসারের পাশাপাশি দুই স্পিনার নিয়ে মাঠে নামতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে স্বাগতিকদের। আগের ম্যাচের একাদশ থেকে পরিবর্তন আনলে শেষ পর্যন্ত রুবেল হোসেনকে দেখা যেতে পারে সিরিজ নির্ধারণী ম্যাচে। সেক্ষেত্রে সাইফউদ্দিনকে ছিটকে যেতে হতে পারে একাদশের বাইরে।
বাংলাদেশের সম্ভাব্য স্কোয়ার্ড: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন/রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য স্কোয়ার্ড: এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান, কিমো পল, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, শেলডন কটরেল ও ওশান থমাস।