উইন্ডিজদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল টাইগার ওপেনার লিটন দাস। যার ফলে দুর্দান্ত এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিল লিটন। মোহাম্মদ আশরাফুলের ১১ বছরের আগের রেকর্ডটি ভাঙ্গার অপেক্ষায় ছিলেন লিটন।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রততম সেঞ্চুরির রেকর্ডটি আশরাফুলের। ২০০৭ সালের বিশ্ব টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই মাত্র ২০ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন আশরাফুল। এটি সে সময় ছিল টি-টোয়েন্টিতে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড।
এদিকে আজকের দিনে মাত্র ১৬ বলেই ৪১ রান করেছিল লিটন। আশরাফুলের রেকর্ড ভাঙ্গতে লিটনের প্রয়োজন ছিল ৩ বলে ৯ রান। কিন্তু সেই ওভারে ফ্রি হিটসহ টানা তিনটি ডট দিয়ে সেই সম্ভাবনা শেষ করে দেন লিটন। তবে ২৬ বলে ৫ চার ও ৪ ছয়ে অর্ধশতক পূর্ণ করেন তিনি।