বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে হারলেও সিলেটে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই উইন্ডিজরা তাদের দাপট দেখিয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দলকে রীতিমত উড়িয়ে দিয়েছে উইন্ডিজরা। আজ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিকেল পাঁচটায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে উইন্ডিজদের মুখোমুখি হবে টাইগাররা। সিরিজে ঘুরে দাঁড়াতেই মাঠে নামবে টাইগাররা। যার ফলে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে টাইগাররা।
এদিকে আজকের একাদশে আসতে পারে একটি পরিবর্তন। একাদশে ফিরবেন পেসার রুবেল হোসেন। এমনটিই জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। একাদশে রুবেলের খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন তিনি। আর এক্ষেত্রে বাদ পড়তে পারেন আবু হায়দার রনি। কেননা সিলেটে দলে জায়গা পেলেন নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি।
তাহলে বাংলাদেশের একাদশ দাঁড়ায়- তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দদিন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন/আবু হায়দার রনি