ব্রেকিং নিউজ

লিটন-সাকিব-রিয়াদের চার ছক্কার তান্ডবে বাংলাদেশের ইতিহাস রচনা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে রানের পাহাড় গড়ল বাংলাদেশ দল। শুরুটা দারুণ করে বাংলাদেশ দল। ৪ ওভারে দুই ব্যাটসম্যান যোগ করেন ৪১ রান। পঞ্চম ওভারে ১৬ বলে ১৫ রান করে আউট হন তামিম ইকবাল। তবে অন্য প্রান্ত থেকে ব্যাটিং ঝড় তোলেন লিটন দাস। ২৬ বলেই তুলে নেন ফিফটি। ব্যাট হাতে এই দিন চমৎকার করেন সৌম্য সরকার।

দলীয় ১১০ রানের মাথায় ২২ বলে ৩২ রান করে আউট হন তিনি। এর পরেই ৩৪ বলে ৬০ রান করে লিটন দাস এবং ৩ বলে ১ রান করে আউট হন মুশফিকুর রহিম। কিন্তু ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত এই দুইজনের ব্যাটিং এর উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ২১১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ দল। সাকিব আল হাসান ২৫ বলে ৪২ এবং মাহমুদুল্লাহ রিয়াদ ২১ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, রোভম্যান পাওয়েল, নিকোলাস পুরান, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), কিমো পল, শেলডন কটরেল, ওশানে থমাস, ফ্যাবিয়ান অ্যালেন।

Leave a Reply