সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করলো বাংলাদেশ দল। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই আজ যেন নিজেদের সেরাটা ইতিহাসের বিশ্বসেরা অলরাউন্ডার। প্রথমে ব্যাট হাতে ২৬ বলে ৪২ রানের চমৎকার একটি ইনিংস খেলেন সাকিব আল হাসান।
এরপর বোলিংয়ে নেমে ৪ ওভারে ২১ রানের বিনিময় তুলে নিলেন ৫ টি উইকেট। আর এই পাঁচ উইকেট নিয়ে টেনে ছুড়ে ফেললেন ওমর গুল এবং সাঈদ আজমলকে।
৮৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় তৃতীয় নম্বরে রয়েছেন সাকিব। সাকিব আল হাসান এর উপরে রয়েছেন লাথিস মালিঙ্গা (৯২) এবং শাহিদ আফ্রিদি ( ৯৮)।