ব্রেকিং নিউজ

আবু হায়দার রনির পরিবর্তে একাদশে জায়গা পেলো যে টাইগার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় এই ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়লাভ করতেই হবে বাংলাদেশকে। আগামীকালের ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন নিশ্চিত।

পেসার রুবেল হোসেন থাকছেন আগামীকালের একাদশে। আগামীকালের ম্যাচের একাদশ নিয়ে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘যে ঠাণ্ডা আর মেঘে ঢাকা আকাশ, পারলে চারজন পেসার খেলাই। সন্ধ্যার পরে নাকি প্রচণ্ড কুয়াশা পড়ে। শিশিরে মাঠ ভিজে একাকার।

কাজেই পেসার কমানোর প্রশ্নই আসে না। আসলে কাল রুবেল খেলবে। তাই তাকে বাড়তি অনুশীলন করানো।’ তাহলে কার জায়গায় খেলবেন রুবেল? সাইফউদ্দীন না আবু হায়দার রনি? জানা গেলো বাঁহাতি পেসার রনির পরিবর্তেই ফিরবেন রুবেল। যার মানে দাঁড়ায় দলে একটি পরিবর্তন নিশ্চিত।

Leave a Reply