টি-টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে শক্তিশালী দল গুলোর একটি ওয়েস্ট ইন্ডিজ। আর এই ওয়েস্ট ইন্ডিজ কতটা ভয়ানক তার প্রমান তারা দিয়েছে প্রথম ম্যাচেই। বাংলাদেশের দেয়া টার্গেট মাত্র ১০.৫ ওভারেই পেরিয়ে গেছে তারা। প্রথম ম্যাচে খড়কুটোর মত উড়ে যাওয়া সাকিব আল হাসানের দল এবার দ্বিতীয় ম্যাচে ফিরতে মরিয়া।
বাংলাদেশ নিজেদের শক্তি দেখাতে চায় এই ম্যাচে। আগামীকাল অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের দুশ্চিন্তার কারন নিজেদের ব্যাটিং। গত ম্যাচে ব্যাট হাতে একেবারেই নাজেহাল ছিল টাইগাররা। সবাই বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন দ্রুত। তাই দ্বিতীয় ম্যাচে ব্যাটিং নিয়ে বাংলাদেশের ব্যাটিং নিয়ে ভাবনা অনেক।
ভাবনায় জায়গা আছে বোলিংয়েও। প্রথম ম্যাচে বাংলাদেশের কোন বোলারই কোন রকম সুযোগ পায়নি ক্যারিবিয়দের সামনে। সমানে দাপটে ব্যাট চালিয়েছে সব বোলারের বিরুদ্ধেই। তাই আগামীকাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ তারকাদের আটকানোর ছকটাও ভালো করে করতে হবে টাইগারদের।