ব্রেকিং নিউজ

বিপিএলে স্মিথ নিয়ে কি সিদ্ধান্ত বিসিবির?

বিপিএলের সবগুলো যখন বড় বড় ক্রিকেটারকে দলভুক্ত করল তখন পিছিয়ে থাকতে চায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সও। অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথকে দলে ভিড়িয়ে বেশ চমকই তৈরি করে সাবেক বিপিএল চ্যাম্পিয়নরা। কিন্তু ড্রাফটে না থাকায় স্মিথকে খেলানো নিয়ে আপত্তি জানায় অন্য ফ্রাঞ্চাইজিগুলো। শেষ পর্যন্ত স্মিথ ইস্যু চলে যায় বিসিবির কোটে। স্মিথ ইস্যু নিয়ে খুব শিগগিরই সিদ্ধান্তে আসার কথা কথা জানালেন বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা মনে করেছি যে স্টিভ স্মিথ একজন হাই প্রোফাইল ক্রিকেটার। সে যদি বিপিএলে খেলে তাহলে এটার জনপ্রিয়তা আরও বাড়বে। তাই আমরা ইনিশিয়ালি তার খেলাটা অ্যালাও করেছিলাম।’

শীঘ্রই সিদ্ধান্ত জানানোর আশা ব্যক্ত করে তিনি বলেন, ‘সিদ্ধান্তটা একটু জটিল হওয়াতে ব্যাপারটা আমরা বোর্ডের কাছে পাঠিয়েছি। আশা করছি দুই-এক দিনের মধ্যে ব্যাপারটা নিষ্পত্তি হয়ে যাবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের পর্দা উঠবে আগামী বছরের ৫ জানুয়ারি। ইতিমধ্যেই দল গোছানোর কাজও প্রায় সেরে ফেলেছে সাত ফ্র্যাঞ্চাইজি। বিপিএলে খেলার সুযোগ পেয়ে স্মিথ নিজেও উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। এখন দেখার বিষয় বিসিবি কি সিদ্ধান্ত দেয় এই অস্ট্রেলীয় খেলোয়াড়ের ব্যাপারে।

Leave a Reply