এখানে এসোনা কেউ ,
এই নির্জনে উঠবো মেতে প্রাণের মেলায়
অন্তর শরীর চুঁয়ে ঝরছে জল
উজ্জয়িনী শৈলীশিলে জলের প্রপাত
হৃদয় গায়ে নাচছে অঝোর
চঞ্চলতায়।
উদ্যানের আশীর্বাদে ধূসর রঙের কুসুম-কুসুম নীরব প্রণয় উল্লাসিত
দিনরাত্রির প্রহরগুলো ঘাসের শ্বাসে বিষন্নতার তুমুল খরায় শ্বাস মিলায়
অজানা পৃথিবী ঘুমিয়ে আজ বোধিবৃক্ষের তলায় ,
যেন পৃথিবীর সব প্রেম ফিরে এলো মহা জীবনের গভীরতায়।
মাঠে মাঠে আলোর পূর্ব সমাজ, কালপুরুষের মহাশ্মশান জ্বলে উঠে ,
আলোর আবেগে উদ্ভাসিত আঁধারের ঘর
নীলাভ নিম ফলে নবীন জীবনের তটে তটে
স্নিগ্ধতায় হেঁটে চলে যৌবন
বেহিসেবী রঙিন আলোর অভিমুখে…