কিছুদিন আগেই আঙ্গুলের চোট থেকে ফিরেছেন। কিন্তু স্বস্তি নেই। উইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে পেলেন চোট। তাই আর অনুশীলনে আসেননি। বুধবারও অনুশীলনে যোগ দেননি টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। জানা গেলো, এবারে জ্বরে আক্রান্ত তিনি।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের ব্যর্থতার মধ্যেও দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণীতে দলের ব্যাটসম্যানদের উপর কিছুটা অভিমানই ঝড়েছিল অধিনায়কের কণ্ঠে। শুরু থেকেই জানা গিয়েছিল, চলমান সিরিজে জিততে মরিয়া তিনি।
তাই ব্যাটসম্যানদের এমন উইকেট বিলিয়ে আসায় অভিমান জমেছে সাকিবের মনে। আর একারণেই হয়তো মিডিয়াও এড়িয়ে চলছেন তিনি। বুধবার স্টেডিয়ামে এলেও অনুশীলন করেননি। তবে দলীয় সূত্রের খবর,জ্বরে আক্রান্ত দলপতি।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘ফ্লু না, সর্দি-কাশি কিছু নেই। শুধু গা একটু গরম, তাপমাত্রা ১০০-এর মতো। আমরা অপেক্ষা করছি, দেখা যাক তাপটা কমে কি না। না কমলে ওষুধ খাবে।’