ব্রেকিং নিউজ

৬ষ্ঠ ও ৭ম বই প্রকাশের অাগেই ফয়সাল হাবিব সানি’র কবিতা নিয়ে অালোড়ন!

মাত্র ২১ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ানবস্থায় পাঁচটি কবিতাগ্রন্থ লিখে বিস্ময়কর তরুণ কবি হিসেবে অাবির্ভূত হয়েছিল ফয়সাল হাবিব সানি। এবার অাসন্ন `অমর একুশে গ্রন্থমেলা-২০১৯’- এ কবি’র অারও নতুন দুটি কবিতাগ্রন্থ প্রকাশিত হচ্ছে বলে জানতে পারা যায়। এই ৬ষ্ঠ ও ৭ম বই প্রকাশের অাগেই তার বই নিয়ে পাঠকমহলে জেগেছে অাগ্রহ ও উদ্দীপনা। বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে এপার বাংলা ছাড়া ওপার বাংলাতেও বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে সময়ের অন্যতম এ তরুণ কবি। এ তরুণ কবি’র রচিত সম্ভাব্য প্রেমের ৬ষ্ঠ কবিতাগ্রন্থ থেকে প্রেমের ১০টি অণুকবিতাঃ

১. ভালোবাসলেই যদি সকলে নদী হতে পারতো, নদীর মতো তরল ও সরল হতে পারতো, সকলে প্রেমিক হতে পারতো
তবে অামি অার কখনো ভালোবাসতাম না!
কারণ অামি প্রেমিক হবার জন্য নয়, ভালোবাসার জন্য ভালোবাসি।

২. প্রিয় প্রেম, ইচ্ছে হলে চলে যেও যেখানে খুশি
অবলীলায় ছেড়ে দিও হাত;
ম্যাজিক এ হৃদয় যাকে ঠেকাতে পারেনি, এ হাত তাকে ধরে রাখতে পারবে না জানি

৩. ভালোবাসতে গেলে বুকের ভেতর লাগে নদী, চোখের ভেতর জল, জলের ভেতর মায়া লাগে
মায়ার ভেতর তোমার সবটুকু কায়া লাগে;
ভালোবাসলেই বুঝি, হাঁটতে গেলেই তোমার কেবল ছায়া লাগে

৪. যে প্রেম চলে গেছে বহতা পথের মতো… অামি অার ফিরাব না তাকে
যেন অনন্তব্যাপী জলছুট অামার চোখ তবু ওই পথেই পড়ে থাকে

৫. ভয় নেই, অাবারও দেখা হলে
দুটি হাতই ছেড়ে দেবো, প্রত্যাখ্যাত যাযাবর এক প্রেমিক বলে।

৬. এতো ভালোবাসা ছেড়ে মানুষ অার কোথায় যেতে পারে!
এই যে এই বেদনাহত ম্যাজিক হৃদয়, অাহত প্রেম কখনো কী পিছু ছাড়ে!

৭. কতোদিন তার সাথে নেই দেখা কিংবা যোগাযোগ
হৃদয়ে হৃদয়ে রেখেছে তবু সে অগ্নিসংযোগ!

৮. যে বলে ভালোবাসা বলে কিছু নেই
সে কেবল শরীর বোঝে, তার ভালোবাসা নেই।

৯. কেউ-ই ছিলো না কারোর; কেউ কী অাসলেই কখনো কারোর হয়!
ব্যর্থ হৃৎপিণ্ডের ওষ্ঠ চুম্বনে এঁকো- প্রত্যাখ্যাত প্রেমিকের পরিচয়।

১০. কতোটুকু চিনেছি এই অামাকে, কতোটা বিলিয়েছি তাকে
সেই কথা অাজ থাক;
কলঙ্ক পাপে তাপেই না হয় প্রেম অাসুক বুকে
বুক তবু তো নিষ্কৃতি পাক।

Leave a Reply