জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়েই বরাবরই উদ্বোধন হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। দেশি- বিদেশি শিল্পীদের নজরকাড়া পারফরম্যান্স ও লেজার লাইটের আলোর ঝলকানিতে আলোকিত স্টেডিয়াম। শুরুর তিনটি আসরে বিপিএলকে এ ভাবে বরণ করা হয়ে থাকলে শেষ দুটি আসরে দেখা যায়নি।এবারও দেখা যাবে না এমন অনুষ্ঠান।নির্বাচনের কারনে কোনো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই ৫ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএল ষষ্ঠ আসর।
বিপিএল চতুর্থ আসরের উদ্বোধনী অনুষ্ঠানটি বাতিল করা হয়েছিল সময় স্বল্পতার কারণে। পঞ্চম আসর তা দেখেনি বন্যা দুর্গতদের প্রতি বিসিবি’র সহমর্মিতার কারণে। আর ষষ্ঠ আসরের উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা ভেস্তে গেছে ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনের জন্য।
মঙ্গলবার সংবাদ মাধ্যমকে এ তথ্য দিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল। তিনি বলেন, ‘আসলে এবার তো নির্বাচন। সেটার রেশ শেষ হতে হতে ২০১৯ সালের জানুয়ারির ১ কি ২ তারিখ চলে যাবে। যেহেতু অল্প সময় হাতে থাকবে তাই এর মধ্যে আমরা কোনো ওপেনিং কনসার্টের পরিকল্পনা নেইনি। ৫ জানুয়ারি থেকে সরাসরি খেলা। নির্বাচনের জন্য আমরা এইগুলো সব বন্ধ রাখছি।’
৫ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংসের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএল ষষ্ঠ আসর।