আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) সামনে রেখে আজ মঙ্গলবার (১৮ই ডিসেম্বর) ভারতের পিঙ্ক সিটিতে অনুষ্ঠিত হচ্ছে নিলাম অনুষ্ঠান। বাংলাদেশ সময় বেলা চারটায় শুরু হয় এই নিলাম অনুষ্ঠান।
ইতিমধ্যে নিলামের ৬ষ্ট রাউন্ড চরছে। যেখানে দল পেয়েছে ক্যারবীয় গতি দানব ওশানা থমাশ। ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে রাজস্থান।
নিলামে দল পেলেন যারাঃ চেন্নাই সুপার কিংসঃ মোহিত শর্মা (৫ কোটি রুপি) কলকাতা নাইট রাইডার্সঃ কার্লোস ব্র্যাথওয়েট (৫ কোটি রুপি), লকি ফার্গুসন (১.৬ কোটি রুপি)
মুম্বাই ইন্ডিয়ান্সঃ লাসিথ মালিঙ্গা (২ কোটি রুপি) আনমলপ্রিৎ সিং (৮০ লক্ষ্য রুপি), বারিন্দার স্পান (৩.৪ কোটি রূপি)
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুঃ শিমরণ হেটমায়ার (৪.২ কোটি রুপি), গুরকিনাত সিং মান (৫০ লক্ষ্য রুপি), দেবদূত পাডিকেল (২০ লক্ষ্য রুপি), শিবাম দুবে (৫ কোটি রুপি), হেনরিক ক্লাসেন (৫০ লক্ষ্য রুপি)
দিল্লি ক্যাপিটালসঃ হানুমা বিহারী (২ কোটি রুপি), অক্ষর পাটেল (৫ কোটি রুপি), ইশান্ত শর্মা (১.১ কোটি রুপি), আঙ্কুশ বেইন্স (২০ লক্ষ্য রুপি), নাথু সিং (২০ লক্ষ্য রুপি), কলিন ইনগ্রাম (৬.৪ কোটি রুপি)
রাজস্থান রয়েলসঃ জয়দেব উনাদকাট (৮.৪ কোটি রুপি), ভরুন অ্যারণ (২.৪ কোটি রুপি), ওশানা থমাস (১.১ কোটি রুপি)
সানরাইজার্স হায়দ্রাবাদঃ জনি বেয়ারস্টো (২.৪ কোটি রুপি), ঋদ্ধিমান সাহা (১.২ কোটি রুপি)
কিংস ইলেভেন পাঞ্জাবঃ মোসেস হেনরিকস (১ কোটি রুপি), নিকোলাস পুরান (৪.২ কোটি রুপি), মোহাম্মদ শামি (৪.৮ কোটি রুপি), সরফরাজ খান (২৫ লক্ষ্য রুপি), ভরুণ চক্রবর্তী (৮.৪ কোটি রুপি), স্যাম কুরান (৭.২ কোটি রুপি)
দল পায়নি যারাঃ মনোজ তিওয়ারী, চেতেশ্বর পূজারা, ব্রেন্ডন ম্যাককালাম, মার্টিন গাপটিল, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, যুবরাজ সিং, অ্যাডাম জাম্পা, বেন ম্যাকডারমট, উসমান খাজা, হযরতউল্লাহ জাজাই, রেজা হেনরিকস, শন মার্শ, সৌরভ তিওয়ারি, হাশিম আমলা, জেমস নিশাম, আঞ্জেলো ম্যাথিউস, ঋশি ধাওয়ান, কোরি অ্যান্ডারসন, জেসন হোল্ডার, লুক রঞ্চি, কুশল পেরেরা, বিনয় কুমার, কেইন রিচার্ডসন, মরনে মরকেল, মুশফিকুর রহিম, ডেইল স্টেইন।