ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজঃ নিবন্ধিত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ কাল

নিবন্ধনধারীদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে আগামীকাল (বুধবার)। বিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএ সূত্র দৈনিক শিক্ষাকে এসব তথ্য জানায়।

সূত্র জানায়, সারাদেশে এমপিওভুক্ত বেসরকরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৫০ হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। মামলাসহ নানা জটিলতায় গত ২ বছরের বেশি সময় যাবত শিক্ষক নিয়োগ না হওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে সারাদেশের সব স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শূন্য আসনের তালিকা পাঠাতে নির্দেশনা দেয় এনটিআরসিএ। প্রথম দফায় সব শূন্য পদের তালিকা না পাওয়ায় দ্বিতীয় দফায় সময় বাড়ানো হয়। গত ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় মেধা তালিকা পাঠানোর সময় শেষ হয়।

Leave a Reply