ব্রেকিং নিউজ

চিটাগাং ভাইকিংসে কোন পজিশনে খেলবে আশরাফুল জানিয়ে দিল ভাইকিংস মালিক

বিপিএলের চতুর্থ আসরে পাকিস্তানের নিষিদ্ধ পেসার মোহাম্মদ আমিরকে দলে নিয়েছিল এই চিটাগাংই। এই টুর্নামেন্টে দারুণ খেলে পরে আমির জাতীয় দলেও সুযোগ পেয়ে যান।

আব্দুল ওয়াহেদের আশা, আমিরের মত আশরাফুলও তার দলে বিপিএল খেলে আবার জাতীয় দলে ফিরবেন। বিশ্বকাপও খেলবেন। তাই তার মুখে এমন কথা, ‘যদি দেখেন, আমি কিন্তু আরও একবার এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার পুরোনো অভিজ্ঞতা আছে।

আমি কিন্তু পাকিস্তানের মোহাম্মদ আমিরকে দলে নিয়েছিলাম। সেখানে আমি সফল হয়েছিলাম। আমাদের দলে খেলার পর সে পাকিস্তান জাতীয় দলে সুযোগ পেয়েছে।’

আশরাফুলকে নিয়ে বলেন, ‘আশরাফুলের প্রতি বরাবরই আমার একটা দুর্বলতা ছিল। সে বাংলাদেশের একমাত্র প্লেয়ার যে প্রথম টেস্ট খেলেই সেঞ্চুরি করেছে। সে ভুল করেছিল, সেটা সে বুঝতে পারেছে। আমি মনে করি, আশরাফুলের মত প্লেয়ার অতীত আর বর্তমানে মনে হয় আসেনি।তাছাড়া আমি তাকে তিন নম্বর পজিশনে দেখতে চাই।

সে এতটা ভালো। আশরাফুলই হয়তো আমাদের জন্য বড় পাওয়া হয়ে যাবে। আমি দোয়া করি তাঁর জন্য, এটা তাঁর জন্য জাতীয় দলে খেলার একটা বড় সুযোগ। আশা করি সে আগামী বিশ্বকাপে বাংলাদেশ দলে ডাক পাবে।’

Leave a Reply