ব্রেকিং নিউজ

কি হয়েছিলো টি-২০ ক্রিকেটে যার কারনে সাকিবকে জরিমানা করলো আইসিসি

এবার জরিমানা ও ডিমেরিট পয়েন্ট গুনতে হল সাকিব আল হাসানকে। স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী উইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করায় তাকে এই শাস্তি প্রদান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের প্রথম ইনিংসে তথা বাংলাদেশের ইনিংসের ১৪তম ওভারে ঘটে এই ঘটনা। স্ট্রাইকিং প্রান্তে থাকা অবস্থায় আম্পায়ার একটি ডেলিভারিকে ওয়াইডের সংকেত না দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সাকিব। এ সময় বেশ কিছুক্ষণ আম্পায়ারের সাথে কথা বলতেও দেখা যায় তাকে।

সাকিবের এমন আচরণণে আইসিসির আইনের ২.৮ নম্বর ধারা ভঙ্গের অভিযোগ করেন ম্যাচে দায়িত্বরত দুই অনফিল্ড আম্পায়ার সৈকত শরফুদ্দৌলা ও তানভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল। ম্যাচ শেষে সাকিব অবশ্য তার বিরুদ্ধে আসা অভিযোগ স্বীকার করে নেন। এতে অল্প শাস্তিতেই এই যাত্রায় বেঁচে যান তিনি। এমিরেটস আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারদের পক্ষে জেফ ক্রোর কাছে সাকিব দোষ স্বীকার করে নিলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।

তবে শাস্তির হাত থেকে পুরোপুরি বাঁচতে পারেননি সাকিব। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় সাকিবকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়। একইসাথে বাংলাদেশ দলের অধিনায়কের নামের পাশে যুক্ত হয় ১টি ডিমেরিট পয়েন্ট।

ডিমেরিট পয়েন্ট যুক্ত করার রীতি চালুর পর এ নিয়ে দ্বিতীয়বার ডিমেরিট পয়েন্ট পেলেন সাকিব। এর আগে চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ ম্যাচে অখেলোয়াড়সুলভ আচরণের অভিযোগে একটি ডিমেরিট পয়েন্ট ও জরিমানা গুনতে হয় সাকিবকে। আলোচিত নিদাহাস ট্রফির ঐ ম্যাচে সাকিবের সাথে শাস্তি পেয়েছিলেন নুরুল হাসান সোহানও। উল্লেখ্য, এ নিয়ে সাকিবের নামের পাশে যুক্ত হয়েছে ২টি ডিমেরিট পয়েন্ট।

প্রথম ডিমেরিট পাওয়ার ২৪ মাসের মধ্যে আরও ৩টি, অর্থাৎ মোট ৪টি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট বা দুটি সীমিত ওভারের ম্যাচে নিষেধাজ্ঞা ভোগ করতে হবে সাকিবকে।

Leave a Reply