রাজস্থানে আইপিএলের ১২তম আসরের নিলাম অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যন্ত নিলামের পঞ্চম রাউন্ড শেষ হয়েছে। ৩৬৫ জন ক্রিকেটারের মধ্যে ১০০ জন ক্রিকেটারের নাম উঠেছে নিলামে। যেখান থেকে ২ জন ক্রিকেটারকে কিনেছে কলকাতা।
এর আগে ১৩ জন খেলোয়ারকে ধরে রেখেছিল তারা। আর নিলামে কেনা ২ জনকে নিয়ে মোট ১৫ জনের স্কোয়াড গড়েছে তারা।
স্কোয়াডে মোট খেলোয়াড় : ১৫; ভারতীয় ১০, বিদেশি ৫
কলকাতা নাইট রাইডার্সঃ দিনেশ কার্তিক, রবিন উথাপ্পা, ক্রিস লিন, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, শুভমান গিল, পিয়ুষ চওলা, কুলদীপ যাদব, প্রসীষ কৃষ্ণা, শিবম মাভি, নিতিশ রানা, রিঙ্কু সিং, কামলেশ নগরকোটি।
নিলাম থেকে ক্রয়কৃত খেলোয়ার : কার্লোস ব্র্যাথওয়েট (৫ কোটি রুপি), লকি ফার্গুসন (১.৬ কোটি রুপি)