৫ম রাউন্ড শেষে আইপিএলের নিলামে দল পেল না আরো ৫ বিধ্বংসী তারকা। দক্ষিন আফ্রিকার হাশিম আমলা, অস্ট্রোলিয়ান ২ ওপেনার শন মার্শ, উসমান খাজা, নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন ও শ্রীলংকার ম্যাথিউস।
আর ৫ম রাউন্ডে দল পেয়েছেন স্যাম কুরান ও কলিন ইনগ্রাম। ৭ কোটি ৮০ লাখ টাকায় কুরানকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব ও ইনগ্রামকে ৬ কোটি ৪০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি।
শুধু এরাই নয় দল পায়নি মার্টিন গাপটিল, যুবরাজ, ক্রিস ওকস, অ্যালেক্স হেলস, ম্যাককুলাম, নিশাম, মুশফিক ও জর্ডানদের মতো খেলোয়াররা।
দল পায়নি যারাঃ ১. মনোজ তিওয়ারী, ২. চেতেশ্বর পূজারা, ৩. ব্রেন্ডন ম্যাককালাম, ৪. মার্টিন গাপটিল, ৫. ক্রিস ওকস, ৬. ক্রিস জর্ডান, ৭. যুবরাজ সিং, ৮. নোমান ওঝা, ৯. বেন ম্যাকডারমট, ১০. রাহুল শর্মা, ১১. অ্যাডাম জাম্পা, ১২. খেরি পেরি, ১৩. ফাওয়াদ আহমেদ ১৪. মানান বোহরা ১৫. শচিন বেবি ১৬. আঙ্কিত বাওয়ানি ১৭. আরমান জাফর ১৮. আক্সদ্বীপ নাথ ১৯. আয়ুশ বাধনি ২০. জালাজ সাক্সেনা ২১. শেলডন জ্যাকসন ২২. বাবা ইন্দ্রাজিত ২৩. অনুজ রাওয়াত ২৪. কে এস ভারত ২৫. অরুণ কার্তিক ২৬. আনিকেত চৌধুরি ২৭. ইশান পুরেল ২৮. রাজনেশ গুরবানি ২৯. চামা মিলিন্ড ৩০. তুষার দেশপান্ডে ৩১. জে সূচিত ৩২. যুবরাজ চৌদাস্মা ৩৩. জহির খান পাক্তিন ৩৪. কে সি চারিপ্পা ৩৫. রবি সাই কিশোর ৩৬. এম অশ্বিন ৩৭. উসমান খাজা ৩৮. হযরতউল্লাহ জাজাই ৩৯. রেজা হেনরিকস ৪০. শন মার্শ ৪১. সৌরভ তিওয়ারি ৪২. হাশিম আমলা ৪৩. জেমস নিশাম ৪৪. আঞ্জেলো ম্যাথিউস ৪৫. ঋশি ধাওয়ান ৪৬. কোরি অ্যান্ডারসন