রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগের ভুলভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তিনি আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘মানুষ মাত্রই ভুল করে। কাজ করতে গিয়ে আমার বা আমার সহকর্মীদেরও ভুল-ভ্রান্তি হয়ে থাকতে পারে। আমি নিজের এবং দলের পক্ষ থেকে আমাদের ভুল-ভ্রান্তিগুলো ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য দেশবাসীর প্রতি সনির্বন্ধ
অনুরোধ জানাচ্ছি।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর হোটেলে সোনারগাঁওয়ে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা শেষে একথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, আমি কথা দিচ্ছি অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা আরও সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করবো। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত ক্ষুধা, দারিদ্য, নিরক্ষরমুক্ত, অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলবো।
তিনি বলেন, আমার কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই। বাবা-মা-ভাই, আত্মীয় পরিজনকে হারিয়ে আমি রাজনীতি করছি শুধুমাত্র জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য, এদেশের মানুষের কল্যাণের জন্য। এদেশের সাধারণ মানুষ যেন ভালোভাবে বাঁচতে পারে, উন্নত জীবন, পায় ক্ষুধা, দারিদ্য, বঞ্চনা থেকে মুক্তি পায়, তাদের জীবনটাকে আরও উন্নত করা, সমৃদ্ধ করাই আমার একমাত্র লক্ষ্য।
শেখ হাসিনা বলেন, ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমরা সাড়ম্বরে পালন করবো। বাঙালি জাতির দুই মাহেন্দ্রক্ষণে আওয়ামী লীগ সরকারই পারবে বাংলাদেশকে উন্নয়নের দিকে , সম্মৃদ্ধির দিকে নিয়ে যেতে। এই সময় স্বাধীনতাবিরোধী কোনো শক্তি ক্ষমতায় থাকলে তা হবে গ্লানিকর। আপনারা নৌকায় ভোট দিন, আমরা আপনাদের উন্নয়ন
ও সম্মৃদ্ধ বাংলাদেশ উপহার দেব- এটা আমাদের অঙ্গীকার।
এ সময় আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে দেশবাসীর প্রতি আকুল আবেদন জানান দলের সভাপতি। তিনি বলেন, ‘আপনারা নৌকায় ভোট দিন, আমরা আপনাদের উন্নয়ন ও সমৃদ্ধি দেব।’ ২০১৮ সালের ডিসেম্বরের ৩০ তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতার প্রতীক নৌকার বিজয় ছিনিয়ে আনবে
বলে নিজের বিশ্বাসের কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিজয় আমাদের সুনিশ্চিত, ইনশাআল্লাহ।’