ব্রেকিং নিউজ

সিরিজ শেষ পৃথ্বীর, দলে ফিরলেন পান্ডিয়া-আগারওয়াল

ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়া সিরিজে আর ফেরা হচ্ছেনা ভারতীয় ব্যাটসম্যান পৃথ্বী শ’র। প্রস্তুতি ম্যাচে গোড়ালির চোটে পড়া পৃথ্বী সিরিজের বাকি সময়েও পুরোপুরি সুস্থ হতে পারবেন না বিধায় বাকি ম্যাচগুলোর জন্য ভারতীয় দল থেকে বাদ দেয়া হয়েছে তাকে।

পৃথ্বীর বাদ পড়ার চেয়ে এই মুহূর্তে ভারতের শিবিরে এর চেয়ে বাজে সংবাদ নিশ্চয়ই আর কিছু হতে পারেনা। মূলত পৃথ্বীর উপর অনেক ভরসা রেখেই অস্ট্রেলিয়ায় খেলতে এসেছিল ভারত। এদিকে চোট কাটিয়ে এ সিরিজে ফেরার ক্ষীণ সম্ভাবনা থাকলেও আজ তা উড়িয়ে দিয়ে ভারতীয় ফিজিও নিশ্চিত করেছেন এই সিরিজে তার ফেরার আর কোনো সম্ভাবনা নেই।

পৃথ্বী বাদ পড়ায় দলে ডাক পেয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে দলে থাকলেও খেলা হয়নি আগারওয়ালের। এদিকে অস্ট্রেলিয়ায় বাজে ফর্ম যাচ্ছে দুই ভারতীয় ওপেনার মুরালি বিজয় ও লোকেশ রাহুলের। তাই একাদশে সুযোগ পাওয়ার বেশ ভালো সম্ভবনা রয়েছে ২৭ বছর বয়সী কর্ণাটকের এই ব্যাটসম্যানের।

এদিকে ভারতীয় দলের জন্য একমাত্র ভালো সংবাদ ‘লোয়ার ব্যাক’ চোট কাটিয়ে উঠে দলে ফিরতে যাচ্ছেন পেস বোলিং অলরাউন্ডার হারদিক পান্ডিয়া। গত এশিয়া কাপে চোটে পড়া পান্ডিয়ার দলে ডাক পাওয়া অনেকটা অনুমেয়ই ছিল। ইনজুরি থেকে ফিরে বারোদা রঞ্জি ট্রফিতে ৭ উইকেট নেয়ার দ্রুতই তাই দলে ডাক পেলেন তিনি।

Leave a Reply