ব্রেকিং নিউজ

রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে যাবেন মঙ্গলবার

কোর্ট দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এ অনুষ্ঠানের অতিথিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষে মঙ্গলবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম ১২টার মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ড. মো. জাকির হোসেন।

তিনি বলেন, ‘আগামী ১৮ ডিসেম্বর বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট দিবস উদযাপন উপলক্ষে সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন। অনুষ্ঠানে আগত অতিথিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষে অনুষ্ঠানের দিন দুপুর ১২টা থেকে অনুষ্ঠান ও তৎসংলগ্ন এলাকার দায়িত্বভার গ্রহণ করবেন স্পেশাল সিকিউরিটি ফোর্স।

২০১৭ সালের ২৫ অক্টোবর উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

Leave a Reply