ব্রেকিং নিউজ

ম্যাচ শেষে যে ব্যতিক্রম ঘটনার জন্ম দিলেন সাকিব

প্রথা অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন সেরা পারফর্মার কিংবা অধিনায়ক। কিন্তু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঘটলো তার ব্যতিক্রম ঘটনা। আর সে ঘটনার জন্ম দিলেন বাংলাদেশ টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ব্যাট হাতে ৬১ রান এবং অসাধারণ বোলিং পারফর্ম উপহার দেন সাকিব। সে দৃষ্টিকোণ থেকে স্বাগতিক দলের আজ সেরা পারফর্মার টাইগার ক্যাপ্টেনই। সে হিসাবে সাকিবকে আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সে প্রথা ভেঙে সাকিব আসেননি সংবাদ সম্মেলনে, তার বদলে উপস্থিত হন ব্যাটিং কোচ নীল ম্যাকেঞ্জি।

শুধু সংবাদ সম্মেলনেই নয় বরং ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও উপস্থাপকের সাথে খুব একটা কথা বলেননি সাকিব। এর আগে রোববার (১৭ ডিসেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও তার পরিবর্তে এসেছিলেন দলের প্রধান কোচ স্টিভ রোডস।

Leave a Reply