চলতি বছর টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারিরি তালিকায় এবার বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলামকে টপকে গেলেন ভারতের পেসার মোহাম্মদ শামি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েই তাইজুলকে ছাড়িয়ে যান তিনি।
এখন পর্যন্ত ৭টি টেস্টে ৪৩টি উইকেট শিকার করেছেন তাইজুল। অন্যদিকে দ্বিতীয় টেস্টে ৬ উইকেট নিয়ে শামির উইকেট সংখ্যা এখন ৪৪টি। তাইজুলের চেয়ে ৪টি টেস্ট বেশি খেলেছেন শামি।
চলতি বছর টেস্টে ৪৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সবার উপরে আছেন শ্রীলংকার দিলরুয়ান পেরেরা। ৪৬ উইকেট নিয়ে দ্বিতীয়তে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা এবং নাথান লায়ন ৪৫ উইকেট শিকার করে এ তালিকায় আছেন তৃতীয় স্থানে।