মুফিজুর রহমান নাহিদ, সিলেট প্রতিনিধিঃ সারা দেশের ন্যায়, রবিবার (১৬ ডিসেম্বর)সন্ধা ৬ঘাটিকায় সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণবাণিগ্রাম ইউপি ও ৮নং ঝিংগাবাড়ী ইউপি আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ কর্তৃক ৪৭তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে তোপধ্বনির মাধ্যমে বিজয় উৎসব শুরু করেন গাছবাড়ি আওয়ামিলীগ, যুবলীগ , ছাত্রলীগ কর্মিগণ । পরে ছাত্রলীগ কর্মিগণ কুচকাওয়াজ শারীরিক কসরত প্রদর্শন করে। এসময় গাছবাড়িসস্হ জলিল মার্কেটে নৌকা মার্কার কার্যলয়ে৭নং ৮নং আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগের পক্ষথেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।এ সময় উক্ত কার্যলয়ে আলোচনা সভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্হিত ছিলেন,৮নং ঝিংগাবাড়ী ইউপি আওয়ামিলীগের সভাপতি আলা উদ্দিন,৭নং দক্ষিণ বাণিগ্রাম ইউপি আওয়ামিলীগের সাধারণ সস্পাদক মামুনুর রশিদ মামুন, ৮নং ঝিংগাবাড়ী ইউপি আওয়ামিলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,প্রবাসি আওয়ামিলীগ নেতা সায়েম আহমেদ, প্রবাসি আওয়ামিলীগ নেতা আখলাকুল আম্ভিয়া,কানাইঘাট উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন,আওয়ামিলীগ নেতা ৮নং ঝিংগাবাড়ী ইউপি এর ৪ নং ওয়ার্ডের বারবারের নির্বাচিত সদস্য শরিফ উদ্দিন,উপজেলা ছাত্রলীগ নেতা সারওয়ার হোসেন,গাছবাড়ি ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা তাওহিদুল আম্ভিয়া,ছাত্রলীগ নেতা সুলতান আহমেদ, যুবলীগ নেতা আবুল লেইস,জিয়া উদ্দিন জিয়া,যুবলীগ নেতা সাদিক আহমেদ,গিয়াস উদ্দিন,জালাল,সুলতান,ইসমাইল, হুমায়ুন কবির,শাহাব উদ্দিন প্রমুখসহ আওয়ামিলীগ, যুবলীগ,ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ।