একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল হান্নানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসির দেয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্টে। এই আদেশের ফলে আবদুল হান্নানের মনোনয়নপত্র আর টিকলো না।
ঋণ খেলাপির অভিযোগে সোনালী ব্যাংকের করা রিটের শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ আবদুল হান্নানের মনোনয়নপত্র স্থগিত করেন।
আদালতে আজ সোনালী ব্যাংকের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট হোসনে আরা।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান।
এদিকে, কিশোরগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী ড. মিজানুল হকের মনোনয়নপত্র স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট।