সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১ম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছ বাংলাদেশ। শুরুতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক সাকিব।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই তামিমের উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ৫ রান করে ফিরে যান তিনি। এরপর থমাসের বলে ক্যাচ আউটের ফাঁদে পড়েন ফিরে যান লিটনও।
এ দুজনের পর ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সৌম্য। বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউটের ফাঁদে পড়েন তিনি। সৌম্যর পর সাকিবকে নিয়ে জুটি গড়ার আগেই রান আউটের ফাঁদে পড়ে দূর্ভাগ্য নিয়ে মাঠ ছাড়েন মুশফিক।
৪র্থ উইকেটের পতনের পর সাকিবকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করছিলেন রিয়াদ। কিন্তু ১২ রান করে কটরেলের বলে ক্যাচ আউটের ফাঁদে পড়ে ফিরে যান তিনি।
১৮ বলে ১৭ রান করে আউট হলেন আরিফুল। ২ বলে ১ রান করে আউট হলেন সাইফুদ্দিন। ১০ বলে ৮ রান করে আউট হলেন মিরাজ। ২ বলে ০ রান করে আউট হলেন মুস্তাফিজ।
ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত ১৯ ওভার শেষে সব উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। সেই সাথে ওয়েস্ট ইন্ডিজকে ১৩০ রানের টার্গেট দিলো টাইগাররা।
বাংলাদেশের একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, আবু হায়দার রনি, সাইফউদ্দিন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, এভিন লুইস, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, কার্লোস ব্রাথওয়েইট (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, কেমো পল, শেলডন কোটরেল, ওশানে টমাস।