ব্রেকিং নিউজ

মাশরাফির জন্য ভোট চেয়ে যা বললেন তার স্ত্রী

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যস্ত থাকায় নিজের প্রচারণায় নামকে পারেননি তিনি। প্রচারণায় মাশরাফি না থাকলেও থেমে নেই তার গণসংযোগ ও নির্বাচনী কার্যক্রম।স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন তার পক্ষে প্রচারণায় চালিয়ে যাচ্ছে।

মাশরাফির নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছেন তার স্ত্রী সুমনা হক সুমি। যদিও সুমি সরাসরি এখনও প্রচারে নামেননি। স্বামীর পক্ষে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোট চাইছেন সুমি।শুক্রবার (১৪ ডিসেম্বর) লোহাগড়ার জয়পুর ইউনিয়নের জেসিজি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উঠান বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোট চান তিনি। ঢাকার নিজ বাসা থেকে অংশ নেন সুমনা।

এ সময় সুমনা বলেন, ‘আপনাদের সবার প্রিয় মাশরাফি আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন। ওই নির্বাচনে আপনারা তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করুন।’সুমনাকে এ সময় এক নারী প্রশ্ন করে বলেন, ‘আপনারা লোহাগড়ার দিকে খেয়াল রাখবেন।’ উত্তরে সুমনা বলেন, ‘মাশরাফি নড়াইল ও লোহাগড়া আলাদা করে দেখেন না। আর আমি তো লোহাগড়ার-ই মেয়ে।’

রেহানা পারভীন নামে অন্য এক ভোটার বলেন, ‘মাশরাফিকে সরাসরি দেখতে না পারলেও টেলিভিশনে দেখেছি। আপনাকেও দেখলাম। খুব ভালো লাগছে। আপনাদের দু’জনকে সরাসরি দেখতে চাই।’তখন সুমনাও সম্মতিসূচক জবাব দেন।উল্লেখ্য, নড়াইল শহরে মাশরাফির বাড়ি। আর স্ত্রীর বাবার গ্রামের বাড়ি লোহাগড়ার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামে।

Leave a Reply