ব্রেকিং নিউজ

“জনগণের ভাগ্যোন্নয়নের জন্য আবারো নৌকায় ভোট দিতে হবে”- নূর মোহাম্মদ

আতিকুর রহমান কাযিন,স্টাফ রিপোর্টারঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের আওয়ামী লীগের মনোনীয় প্রার্থী পুলিশের সাবেক আইজিপি,রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ বলেছেন,জনগণের ভাগ্যোন্নয়নের জন্য আবারো নৌকার প্রতিকে ভোট দিতে হবে। ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সাফল্যগাথা।

রবিবার বিকালে উপজেলার করগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নূর মোহাম্মদ এসব কথা বলেন।

নূর মোহাম্মদ বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন আর তা বাস্তবায়ন করতে দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার লক্ষ্য তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে ভোটদের উদ্যেশে নূর মোহাম্মদ বলেন, আগামী ৩০শে ডিসেম্বর সারাদিন নৌকায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারো ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন
প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন,বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ও সততার কারণে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়ক ধরে দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে আগামী ৩০শে ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ফের সরকার গঠনে সহযোগিতা করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান নূর মোহাম্মদ ।

এসময় করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রতৃশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব আইন উদ্দিন,কিশোরগঞ্জ বারের সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ ছিদ্দিক,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দিন,জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান,উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তাহের, মাজহারুল হক কণেল ভূইয়া প্রমুখ।

Leave a Reply