আতিকুর রহমান কাযিন,স্টাফ রিপোর্টারঃকিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ১৬ ডিসেম্বর রবিবার সূর্যোদয়ের সাথে সাথে কটিয়াদী পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবস উদযাপনের সূচনা করা হয়।
দিবন্যাপী কর্মসূচীর অংশ হিসাবে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয় । সকাল ৯টার পর থকে ক্রমান্বয়ে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, রাজনৈতিক দল আওয়ামী লীগ ও, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান কেয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুউদ্দীন সহ স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ,সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকতা-কর্মচারী ও ছাত্র- ছাত্রীবৃন্দ পুষ্পস্থবক অর্পণে অংশ গ্রহণ করে।
সকাল ৯ টার দিকে কটিয়াদী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিশু কিশোর সমাবেশ,কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করা হয়। সকাল সাড়ে ১১ টার দিকে পুরস্কার বিতরণ করা হয়। সকাল ১টার দিকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।