ক্রিজে আসলেই সবাই খোঁজা শুরু করেন মিরাজকে। আর খোঁজার কারণ আছে বটে। কেন না এই হেটমায়ারকেই ৭ বারের মধ্যে ৬ বারেই আউট করেছেন মিরাজ। আর মিরাজ নিজেই জানিয়েছেন তাকে আউট করার রহস্য।
এই ব্যাপারে মিরাজ বলেন ,’ ‘ও (হেটমায়ার) যখন ব্যাটিংয়ে আসে তখন হয়তো আমি বেশি সিরিয়াস থাকি। ও আমার বলে যেহেতু আউট হচ্ছে আমি ক্যাজুয়ালি নিই না। আমি আরও বেশি সিরিয়াস থাকি। ভাবি যে, ও হয়তো আমার ওপর চড়াও হতে পারে। তাই ও যখন ব্যাটিংয়ে নামে আমার ফোকাস তখনও আরও বেড়ে যায়। হয়তো ও এখানে একটু পিছিয়ে থাকে বা আমি একটু এগিয়ে থাকি। এই কারণে হয়তো আমাকে খেলতে ওর একটু সমস্যা হয়।’
হেটমায়ার ও মিরাজ দুইজন ক্যারিয়ার শুরু করেছেন বয়সভিত্তিক দল দিয়ে। একই সঙ্গে বিশ্বকাপ খেলেছেন। তখন থেকেই চেনা জানা। তাই তার বিপক্ষে কিভাবে বল করতে হবে টা একটু বেশিই জানেন মিরাজ। আর ২০১৬ সালে সেমিফাইনালে হেটমায়ারের দলের কাছে হেরেই স্বপ্ন ভেঙ্গেছিল মিরাজের বাংলাদেশের। সে ক্ষতটাও যে শক্তিতে পরিণত করেন এ স্পিনার। আর তিনি যে হতে যাচ্ছেন বড় তারকা তা আর বলার অপেক্ষা রাখে না।