মুফিজুর রহমান নাহিদ ,সিলেট প্রতিনিধিঃসিলেটের কানাইঘাটে আল্লামা ফজলেক ফাযিল (রহ:) ও মাওলানা হরমুজ উল্লাহ (রহঃ) এর কবর জিয়ারত করে শুক্রবার বাদ মাগরিব আনুষ্ঠানিক ভাবে গাছবাড়ীতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি।
পরে সন্ধায় ৬,২০ মিনিটে লাঙ্গল প্রতীকের সমর্থনে এক বিরাট মিছিল গাছবাড়ি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিকাল সাড়ে ৬,৪৫ মিনিটে গাছবাড়ি বাজার রহমান কমিনিটি সেন্টারে পাশে লাঙ্গল প্রতীকের নির্বাচনী কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি।
এরপর সন্ধ্যা ৬,৫৫ মিনিটে লাঙ্গল প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন পরবর্তী জাতীয় পার্টির নেতাকর্মী সহ জনসাধারণের উদ্দেশ্যে রহমান কমিনিটি সেন্টারে বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-০৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের জাতীয় পার্টি মনোনিত লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের আন্তজার্তিক বিষয়ক উপদেষ্টা, বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন।
জাতীয় পার্টির ৮নং ঝিংগাবাড়ী ইউপি সভাপতি হাজী নূর হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট গিয়াস উদ্দিন, জাতিয় পাটির জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আং রহিম, সিলেট জেলা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, সিলেট মহানগর জাপার সদস্য সচিব এডভোকেট আব্দুল হাই কাইয়ুম,জাতিয় পাটির কেন্দ্রীয় নেতা বদরুল ইসলাম,জাতিয় পাটির কানাইঘাট উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম, জাতিয় পাটি নেতা আব্দুল কাদির, নূরুল আমিন প্রমুখ এসময় বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সেলিম উদ্দিন এমপি বলেন, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন একটি গুরুত্বপূর্ণ আসন। এ আসনে বিগত ৫ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। কানাইঘাট-জকিগঞ্জের মানুষের কাছে পৌছেছে উন্নয়ন। চলমান উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আবার জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ভোট দিতে হবে। তিনি লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার জন্য কানাইঘাট-জকিগঞ্জ বাসীর প্রতি আহবান জানান।