ব্রেকিং নিউজ

কটিয়াদীতে বিজয় র‌্যালী অনুষ্ঠিত

আতিকুর রহমান কাযিন,স্টাফ রিপোর্টারঃকিশোরগঞ্জের কটিয়াদীতে বাঙ্গালী জাতির মহান বিজয়ের ৪৭ বছর পূর্তি উপলক্ষ্যে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের উদ্যোগে এই র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালীটি কটিয়াদী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন প্রধান প্রধান নড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর প্রশাসক মোহাম্মদ আলী, আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক আইজিপি নূর মোহাম্মদের পুত্র ব্যারিষ্টার ওমর মোহাম্মদ নূর অমিত,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর সভাপতি আলা উদ্দিন আলা, কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ফকির,উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোস্তাকুর রহমান মোস্তাক প্রমুখ।

Leave a Reply