ব্রেকিং নিউজ

হিরো আলমকে সংসদে দেখতে চান সেই ‘সেফুদা’

হিরো আলমকে সংসদে দেখতে চান হালের আলোচিত ও সমালোচিত ব্যক্তি সেফাত উল্লাহ ওরফে সেফুদা। বৃহস্পতিবার দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে তিনি এই ইচ্ছা পোষন করেন। এছাড়া তিনি অন্যান্য সমসাময়িক প্রসঙ্গ নিয়েও কথা বলেন।

সেখানে সেফাত উল্লাহ বলেন, আমি চাই হিরো আলম সংসদে যাক। কেউ যেন এই কাজে বাঁধা না দেয়। যত রকম জটিলতা যারা করবেন তাদের চিহ্নিত করে রাখা হবে।

ইউএনও থেকে শুরু করে টপ লেভেলের যেই হোক না কেন জনগণ তাদের বিচার করবে। তবে বুলেটের মাধ্যমে নয়, ব্যালটের মাধ্যমে।

Leave a Reply