মুফিজুর রহমান নাহিদ. সিলেট প্রতিনিধিঃবৃহত্তর সিলেটের আলোচিত বিদ্যাপীঠ গাছবাড়ি মর্ডাণ একাডেমীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ২০১৮ উপলক্ষে আলোচনা সভা ও র্র্যালী সম্পূর্ণ হয়েছে।
আলোচনা সভায় প্রতিষ্ঠান সহকারী প্রধান শিক্ষক বানুরাম বদ্ধ এর সভাপতিত্বে প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক হানিফ আহমেদ এর পরিচালনায় প্রধান অথিতি হিসাবে উপস্হিত ছিলেন গাছবাড়ি মর্ডাণ একাডেমীর সিনিয়র শিক্ষক আসাদুজ্জামান আসাদ এসময় আরো উপস্হিত ছিলেন, অত্র প্রতিষ্ঠান শিক্ষক বৃন্দ। এসময় বক্তারা বলেন, আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস।
বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর সবচেয়ে বেদনাদায়ক দিন। আজ থেকে ৪৭ বছর আগে ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় যখন নিশ্চিত, ঠিক সে সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকাররা হাজার হাজার শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। তাদের ওপর চালায় নির্মম-নিষ্ঠুর নির্যাতন আর নারকীয় হত্যাযজ্ঞ। স্বাধীনতাবিরোধী চক্র বুঝতে পেরেছিল, তাদের পরাজয় অনিবার্য।
ওরা ধরেই নিয়েছিল- বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানরা বেঁচে থাকলে এ জাতি খুব কম সময়েই উন্নতির শিখরে পৌঁছে যাবে। তাই পরিকল্পিতভাবে জাতিকে মেধাহীন করতে দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের বাসা ও কর্মস্থল থেকে রাতের অন্ধকারে ধরে নিয়ে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের হত্যাকাণ্ড ছিল পৃথিবীর ইতিহাসে এক জঘন্য বর্বর ঘটনা, যা বিশ্বব্যাপী শান্তিকামী মানুষদের স্তম্ভিত করেছিল।
এসময় বাঙালি জাতির শ্রেষ্ঠ হারানো সন্তানদের রুহের মাগফিরাত কমানা করে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করায়। আলোচনা সভা পরর্বতী দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের আত্মার শান্তির জন্য উক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি র্র্যালী বের করা হয় র্র্যালীটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে শেষ হয়।