মোঃ জহির রায়হান- সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
আজ সকালে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে কামারখন্দ উপজেলার চৌবাড়িতে আয়োজিত মতবিনিময় সভা ও উঠান বৈঠকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা মার্কাইয় ভোট চাওয়ার সময় অধ্যাপক ডাঃ হাবীবে মিল্লাত মুন্না একথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর।
সিরাজগঞ্জ সদর উপজেলার একাংশ এবং কামারখন্দ উপজেলার ৪ টি ইউনিয়ন মিলে সিরাজগঞ্জ -২ আসন গঠিত। সিরাজগঞ্জ -২ আসনে ২০১৪ সালে বিনা প্রতিদন্দ্বীতায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যাপক ডাঃ হাবীবে মিল্লাত মুন্না। তিনি নির্বাচিত হওয়ার পরে অবহেলিত কামারখন্দের উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেন।
এক সময় বলা হত “ যার হল কপাল মন্দ ,তার বাড়ি কামারখন্দ” এই কথাটিকে পাল্টে দিয়েছেন অধ্যাপক ডাঃ হাবীবে মিল্লাত মুন্না কামারখন্দের হাজী কোরপ আলি কলেজ সরকারীকরন , নতুন রাস্তা ঘাট নির্মান , পুরাতন রাস্তা মেরামত , প্রয়োজনীয় স্থানে সেতু ও কালভার্ট নির্মান, স্কুল কলেজ ও মাদ্রাসার নতুন ভবন নির্নাম ও আধুনিকায়ন করেন, ফায়ার সার্ভিস ষ্টেষন নির্মান, টিটিসি স্থাপন এর মাধ্যমে।
কামারখন্দ উপজেলাকে শতাভাগ বিদ্যুতায়নের আওতায় আনার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলি কনফারেন্সে বলেন “ যার কপাল উন্নত , তার বাড়ি কামারখন্দ”।উক্ত অনুষ্ঠানে কামারখন্দ উপজেলা আওয়ামীলীগ ,ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।