রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের শেষ দিন এখন পর্যন্ত উত্তরাঞ্চলের বিপক্ষে ৩০২ রানের লিড নিয়েছে পূর্বাঞ্চল। শেষ দিন ২ উইকেটে ৯০ রান নিয়ে খেলতে নামে পূর্বাঞ্চল।
এদিকে আজ মাঠে নেমেই ওয়ানডে মেজাজে ব্যাট করে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন মমিনুল হক। ১০৭ বলে ১৪ চারের সাহায্যে সেঞ্চুরি হাঁকান এই বাঁহাতি ব্যাটসম্যান। তাঁকে সঙ্গ দেয়া মাহমুদুল হাসানও তুলে নিয়েছে ফিফটি। দুজনের ব্যাটে ভর করে ইতিমধ্যে ৩০০’র উপর লিড পেয়েছে পূর্বাঞ্চল।
শেষ খবর পাওয়া পর্যন্ত পূর্বাঞ্চলের বর্তমান স্কোর ২ উইকেট হারিয়ে ২১৯ রান ৪৪ ওভার শেষে। এদিকে মমিনুল হক ১০৩ ও মাহামুদুল হাসান ৫৫ রানে ব্যাটিং করে যাচ্ছে। এদিকে সানজামুল ২/৪৩ উইকেট নেন।
উত্তরাঞ্চল একাদশঃজহুরুল ইসলাম (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিকি, ফরহাদ হোসেন, নাঈম ইসলাম, ধীমান ঘোষ, এবাদত হোসেন, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, ইমরান আলি, তানভীর হায়দার, জিয়াউর রহমান।
পূর্বাঞ্চল একাদশঃরনি তালুকদার, সাদিকুর রহমান, মাহমুদুল হাসান, হাসান মাহমুদ, আবু জায়েদ, তাসামুল হক, মাহিদুল ইসলাম অংকন, মমিনুল হক (অধিনায়ক), এনামুল হক জুনিয়র, মোহাম্মদ আশরাফুল, তাইজুল ইসলাম।