টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশের দুই ওপেনার মিজানুর ও জাকির কিন্তু তাদের শুরুটা ভালো হয়নি। শুরুতে জাকির ১ রান করে আউট হয়ে যান। তারপর শান্ত ও সোহান বেশি সময় টিকে থাকতে পারেনি শান্ত ১০ ও সোহান ৮ রান করে আউট হয়ে যান।
৪১ রানে তিন উইকেট পরে যাওয়া ব্যাটিং বিপর্যয়ে পরে যায় বাংলাদেশ। তখন এই ব্যাটিং বিপর্যয়ের থেকে দলকে ভালো জায়গা নিয়ে যান মিজানুর ও মোসাদ্দেক। তারা দুই জন ৬৫ রানের পার্টনারশিপ করেন।মোসাদ্দেক ৩৯ রানে আউট হয়ে গেলে ও মিজানুর রহমান দারুণ ব্যাটিং করতে থাকে;
ইয়াছির আলী কে সাথে নিয়ে আবার ৫২ রানের পার্টনারশিপ গড়ে তুলে মিজানুর। মিজানুর রহমান ৭২ রান করে রান আউটের শিকার হন। তার ৭২ রানের ইনিংসটিতে ছিল ৭ চার ও ১ ছক্কা
মিজানুর রহমান আউট হওয়ার পর ইয়াছির আলী ও আফিফ হোসেন একটু লড়াই চালিয়ে যান। ইয়াছির আলী আফিফ হোসেন কে সাথে নিয়ে নিজের অর্ধশতক তুলে নেন। আফিফ ১০ রান করে আউট হয়ে গেলে তাদের ৪২ রানের পার্টনারশিপ শেষ হয়ে যান।
তারপর নামেন নাইম তিনি ৫ রান করে আউট হয়ে যান।
বাংলাদেশ দলকে ভালো পথে নিয়ে যান ইয়াছির আলীর। ইয়াছির আলী আউট হওয়ার আগে করেন ৬৬ রান ৭২ বল খরচ করে।
শেষ পর্যায়ে শরিফুলের ১, শফিউলের ৬ ও তানভীরে ১ রান করে আউট হয়ে গেলে বাংলাদেশ- ২৩৭ রানে অলআউট হয়ে যায়।
বাংলাদেশ – ২৩৭/১০ (৪৯.১ ওভার)
মিজানুর রহমান ৭২ (৯৫)
ইয়াসির আলী ৬৬ (৭২)
মোসাদ্দেক হোসেন ৩৯ (৫৯)