গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া( বগুড়া)প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী(এডিপি) প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) এর আওতায় উপজেলার প্রতিবন্ধী ও গরীবদের মাঝে বিনামুল্যে হুইল চেয়ার ও ভ্যাটিক্যাল টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী রবিউল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সালেহ মো. নুহ্, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম আশরাফুল আরেফীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম আসলাম প্রমুখ।
এদিন ২৩টি ভ্যাটিক্যাল টিউবওয়েল ও ১১টি হুইল চেয়ার সহ খেলা ধুলার মানন্নোয়নে বিভিন্ন প্রতিষ্ঠানে ১৫৫টি ফুটবল বিতরণ করা হয়।